উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণ খতিয়ে দেখছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)। এবিষয়ে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন GSI-এর ডিরেক্টর জেনারেল রনজিৎ রথ। সোমবার একি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এত তাড়াতাড়ি বিপর্যয়ের কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এজন্য অনেকগুলি বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
#WATCH | Uttarakhand: A joint team of ITBP, Army, SDRF, and NDRF inside the Tapovan tunnel in Chamoli for rescue operation. pic.twitter.com/VZ3SfCchK3
— ANI (@ANI) February 8, 2021
GSI-এর ডিরেক্টর জেনারেল রনজিৎ রথ বলেন, “তাঁদের একজন আধিকারিক ঘটনাস্থলে রয়েছেন। তিনি গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কিন্তু, এজন্য একটি বিশেষজ্ঞ দলের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। খুব শিগগিরই সেই দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং স্যাটেলাইটের সাহায্য নিয়ে কারণ বিশ্লেষণ করার চেষ্টা করবেন। তবে প্রাথমিকভাবে এই ধস ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গা এলাকার উচ্চস্থানে অবস্থান করা হিমবাহের ফাটলের কারণেই বলে মনে করা হচ্ছে।”
Uttarakhand: Machines are now clearing the heavy slush inside the tunnel in Chamoli; Recce party was not able to move beyond 100 meters inside the tunnel due to the slush. pic.twitter.com/QQS8WO9kU0
— ANI (@ANI) February 8, 2021
আগামীদিনে ওই সব অঞ্চলে বাঁধ, জলাধার, রাস্তা ও অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার আগে প্রাকৃতিক বিষয়গুলি নিয়ে গভীরে গবেষণা করা হবে বলেও জানিয়েছেন GSI-এর ডিজি। এলাকা ম্যাপিং করে ধস নামার প্রবণতা বিচার করেই পরিকাঠামো নির্মাণে ছাড়পত্র দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে জানান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহানির্দেশক।
#WATCH | Uttarakhand: State Disaster Management Force (SDRF) carries out rescue operation at the flash flood site in Chamoli. pic.twitter.com/1X0oqeArkK
— ANI (@ANI) February 8, 2021
পরিবেশকে অগ্রাহ্য করেই যথেচ্ছ নির্মাণকাজ করা হয়েছে ওই এলাকায়। বিদ্যুৎ প্রকল্পের জন্য নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে গেছে। আর এসব কারণের জন্যই উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয় ঘটেছে। বিশেষজ্ঞদের একাংশ থেকে শুরু করে উমা ভারতীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ইতিমধ্যেই এই কারণ তুলে সরব হয়েছেন।