নিউজ ওয়েভ ইন্ডিয়া: কলকাতায় দলের সংগঠন দুর্বল। তাই কলকাতা পুরভোটে বিজেপির ফল ভালো হবে বলে আশা ছিল না। তবে রাজ্যের বাকি পুরসভাগুলিতে এমন একতরফা ভোট হবে না। পুরভোটে দলের ভরাডুবির কথা স্বীকার করে নিলেও হুঁশিয়ারিও দিয়ে রাখলেন BJP-এর সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
কলকাতা পুরভোটে যে শুধু বিজেপির ভরাডুবি হয়েছে তাই নয়, অধিকাংশ ওয়ার্ডে প্রাপ্ত ভোটের হারের নিরিখে তৃতীয় স্থানেও নেমে গেছে পদ্মফুল। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এরপরেই কলকাতায় যে সাংগঠনিক দিকে থেকে পিছিয়ে রয়েছেন, তা কার্যত স্বীকার করে নিয়েছেন দিলীপ বাবু।
তবে দিলীপ বাবু প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শাসক শিবিরকে। তিনি বলেছেন, “রাজ্যের অন্যান্য জেলায় BJP-এর সংগঠন অনেক ভালো। রাজ্যের বাকি অংশে পুরভোট একতরফা হবে না।”
BJP-এর সর্বভারতীয় সহ সভাপতির এহেন মন্তব্যের পরেই তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “এটা বাস্তব যে ওরা কলকাতায় দুর্বল। অবশেষে দিলীপবাবু সেটা স্বীকার করতে বাধ্য হলেন।” পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ করে কুণাল বলেন, “দিলীপবাবু মুখে যাই বলুন না কেন, ভোটে এই ফলাফলে উনি খুশিই হয়েছেন। কারণ, ওনাকে রাজ্য সভাপতি পদ থেকে সরানোর পরই রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি।”