কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যশ’-এর ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রীর কাছে। সুপার সাইক্লোন ‘যশ’-এর দাপটে ও জলোচ্ছ্বাসে একরকম ধূলিসাৎ হয়ে গেছে দিঘা ও সুন্দরবন। দিঘার ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা এবং সুন্দরবনের উন্নয়নের জন্য ১০ হাজার কোটি মিলিয়ে মোট ২০ হাজার কোটি টাকার প্যাকেজের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফে। টুইট করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে লিখেছেন রাজ্যে ইয়াসে ক্ষয়ক্ষতির মোট খতিয়ান নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয়েছে।
PM Narendra Modi undertakes aerial survey to review the situation in the wake of #CycloneYaas in parts of Odisha and West Bengal; Union Minister Dharmendra Pradhan is accompanying him pic.twitter.com/BmsRQ1pmvr
— ANI (@ANI) May 28, 2021
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ জুলাই থেকে ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্থের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। ‘যশ’-এর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুক্রবার বাংলায় আসেন নরেন্দ্র মোদী। দুপুর ২টোয় কলাইকুণ্ডায় নামে তাঁর বিমান। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, বৃহস্পতিবার গভীর রাতে সে বৈঠক বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
#WATCH Prime Minister Narendra Modi conducts an aerial survey of cyclone Yaas affected areas in West Bengal and Odisha
Union Minister Dharmendra Pradhan is accompanying him pic.twitter.com/Njl0XUly0n
— ANI (@ANI) May 28, 2021
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সচিবালয় জানিয়ে দেয়, শুভেন্দু অধিকারী বৈঠকে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন না। এর পরেই রাজ্য BJP-এর তরফে প্রকাশ করা হয় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে স্বীকৃতি দেওয়ার নথি। কিন্তু, তারপরেও মমতা রাজি হননি ওই বৈঠকে উপস্থিত থাকতে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে কলাইকুণ্ডায় আলাদাভাবে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেই সাক্ষাৎকার মাত্র দেড় মিনিট ছিল বলে সূত্রের খবর।
After having review meetings in Hingalganj & Sagar, I met the Hon’ble PM in Kalaikunda & apprised him regarding the post-cyclone situation in WB. The disaster report has been handed over for his perusal. I’ve proceeded now to review the relief & restoration work at Digha.
— Mamata Banerjee (@MamataOfficial) May 28, 2021
বৈঠকের পরই ঘূর্ণিঝড় ‘যশ’ বিধ্বস্ত তিন রাজ্যের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ওড়িশাকে তাৎক্ষণিক ৫০০ কোটি টাকা অর্থসাহায্য করা হচ্ছে। তবে বাকি দুই রাজ্য বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার পরই দুই রাজ্যকে দেওয়া হবে বাকি ৫০০ কোটি টাকা। দুই রাজ্যের ‘যশ’ পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানো হবে। কলাইকুণ্ডায় প্রশাসনিক বৈঠকের পর এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।