হুগলির ডানলপে সাহাগঞ্জ ময়দানে বুধবার জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চে দলনেত্রীর হাত ধরে ঘাসফুল প্রতীকে যোগ দিলেন রাজ্যের বিনোদন জগতের এক ঝাঁক শিল্পী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয় রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়নী ঘোষ, সুদেষ্ণা রায়, মানালি দে, অন্যন্যা চ্যাটার্জিদের হাতে।
Cricketer Manoj Tiwary joins TMC in the presence of CM Mamata Banerjee in Hooghly pic.twitter.com/l6HU6z5pTf
— ANI (@ANI) February 24, 2021
সোমবার এখানেই জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভার পালটা সভা একই জায়গা থেকে বুধবার করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Bengal will rule Bengal. Gujarat will not rule Bengal. Modi will not rule Bengal. 'Gundas' (miscreants) will not rule Bengal: West Bengal CM Mamata Banerjee in Hooghly pic.twitter.com/C6sChvQVuE
— ANI (@ANI) February 24, 2021
দলে যোগ দিয়ে এদিন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “আগেও দিদির সঙ্গে ছিলাম। তবে এবার সরাসরি তৃণমূলের হয়ে প্রচারে নামব।” একই কথা শোনা গেল জুন মালিয়ার মুখে, বলেন, “দিদির সঙ্গে আজীবন থাকব।” জুন মালিয়া ও কাঞ্চন মল্লিকের মুখে শোনা যায় বর্তমানে বহু চর্চিত দুটি শব্দ “খেলা হবে” কাঞ্চন মল্লিকের কথায়, “খেলাটা হওয়া খুব জরুরি। ১০ টা বছর কী করছিলাম অনেকে হয়তো ভাবছেন। ১০ বছর ধরে দেখছিলাম একজন মহিলা রাজ্যের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কত কী করে চলেছেন। মমতা এবার হ্যাটট্রিক করবেনই, খেলা হবে। শিল্পী মহলের তরফে বলতে পারি ঝড় উঠেছে বঙ্গে আমরা দিদির সঙ্গে।”
Every time you (BJP) say that Trinamool Congress is 'Tolabaaj' but I say you (BJP) are 'dangabaaz and dhandabaaz': West Bengal CM Mamata Banerjee in Hooghly pic.twitter.com/ww8iUWxmBW
— ANI (@ANI) February 24, 2021
দলে যোগ দিয়ে অভিনেত্রী সায়নী ঘোষ বলেন, “আগামী দিনে প্রত্যেকে আমরা কথা দিচ্ছি বাংলা মা বোনের সুরক্ষা দেব, অগ্রগতির কথা মাথায় রাখব, বাংলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাব।” বিজেপি-কে একহাত নিয়ে বলেন, “বাংলার মাটি ১০ কোটি বঙ্গবাসীর হৃদস্পন্দন। শুধু ভোটের আগে কারও পাখির চোখ হতে পারে না। তাই আপনাদের সঙ্গে নিয়ে আগামীদিনে আমরা আরও ভালো বাংলা গড়ব। জয় বাংলা।”
বাংলার প্রাক্তন অধিনায়ক ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, “যখন কঠিন পরিস্থিতি থাকে সেই সময়ও খেলা ছেড়ে দিইনি। এখন দিদির সঙ্গে থাকাটা আমার মনে হয় ভালো হবে। আমার জন্ম এখানে, কাজ এখানে। তাই ঘরের দলকে ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। আমি মানুষের জন্য কাজ করতে চাই। কাজ করে মানুষকে যদি আনন্দিত করতে পারি, তবে তার থেকে ভালো মনের শান্তি আর পাব না।”