Covid19
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বুলেট ট্রেন না করোনা এক্সপ্রেস! রাজ্যে করোনা গ্রাফ যেভাবে এক সপ্তাহের মধ্যেই লাফিয়ে ৪০০ থেকে ৬ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল, তাতে একে করোনা এক্সপ্রেসও লজ্জা পাবে। স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,১৫৩ জন। শনিবার যা ছিল সাড়ে চার হাজারের সামান্য বেশি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলেছে, সাত মাস পরে ফের সংক্রমণ সর্বোচ্চ হল।


গত একসপ্তাহে কোভিড সংক্রমণ চারগুণ বেড়েছে রাজ্যে। একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। করোনা মুক্ত হয়ে উঠেছেন ২,৪০৭ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭,০৩৮। পজিটিভিটি রেট বেড়েছে ১৫.৯৩ শতাংশ।

সংক্রমণের শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ৯৯৪ জন। হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় দৈনিক সংক্রমণ ২০০ ছাড়িয়েছে। হাওড়ায় একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা ৫৯৫। এই মুহূর্তে গোটা দেশেই মাথাব্যথা বাড়াচ্ছে ওমিক্রন। এদিনও নতুন করে ৩ জনের শরীরে করোনার নয়া স্ট্রেনের হদিশ পাওয়া গেছে। এই স্ট্রেনের সংক্রমণের হারও অনেক বেশি।

Share it