নিউজ ওয়েভ ইন্ডিয়া: আরও শক্তিশালী হল কোভিডের বিরুদ্ধে লড়াই। এবার দেশের বাজারে এল কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে নাকের স্প্রে। মুম্বইয়ের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার দাবি, এই ওষুধ নাকের ভিতরে প্রবেশ করে মিউকোসা স্তরের উপর ছড়িয়ে পড়বে। এভাবেই তা কোভিড ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে।
বুধবার আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগে মুম্বইয়ের ‘গ্লেনমার্ক ফার্মাসিউটিকালস’ ও কানাডার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্যানোটাইজ’ এই ‘Fabi Spray’ নামক এই নাকের স্প্রে বাজারে এনেছে। কিছু দিন আগেই ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI-এর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই ওষুধকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে সফল হয়েছে নাইট্রিক অক্সাইডের এই স্প্রে। একটি বিবৃতিতে সংস্থার দাবি, তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল অনুযায়ী এই স্প্রে ২৪ ঘণ্টার মধ্যে ৯৪ শতাংশ ও ৪৮ ঘণ্টার মধ্যে ৯৯ শতাংশ ভাইরাস বিনাশ করতে সক্ষম। পাশাপাশি এই স্প্রে NONS কোভিড রোগীদের মধ্যে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়াও তৈরি করেনি।