Share it

আশার আলো দেখাচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাকসিন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই করোনার টিকা প্রাণীদের শরীরে দুর্দান্ত কাজ করেছে। শুক্রবার কোভ্যাকসিনের অ্যানিমাল ট্রায়ালের ফলপ্রকাশ করে এমনটাই দাবি করেছে প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।

 

নিয়ম অনুযায়ী হিউম্যান ট্রায়ালের পাশাপাশি প্রাণীদের শরীরেও এই ভ্যাকসিনের ডোজ প্রয়োগ করা হয়েছিল ভারত বায়োটেকের তরফে। মোট ২০টি রেসাস বাঁদরকে ৪ ভাগে ভাগ করে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। বিশেষ শ্রেণীর ওই বাঁদরদের একটি দলকে প্ল্যাসিবো দেওয়া হয়েছিল। বাকি তিনটি দলকে ১৪ দিনের মধ্যে তিনটি ভিন্ন ধরনের টিকা দেওয়া হয়েছিল। ভারত বায়োটেকের দাবি, তাঁদের সেই ট্রায়াল সফল হয়েছে। তাদের দাবি, টিকা নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই এই বাঁদরগুলির শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি তৈরির কাজ শুরু হতে দেখা গিয়েছে। বিজ্ঞানীদের দাবি, অ্যান্টিজেন তৈরিতে সাফল্যের পাশাপাশি এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।

অপরদিকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য নতুন নিয়োগ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুনের সেরামকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিশ সংস্থা অ্যাস্ট্রোজেনেকার তৈরি এই করোনা প্রতিষেধক তৃতীয় স্তরের ট্রায়ালে ত্রুটি ধরা পড়ে। কয়েকজন ব্রিটিশ স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেনে এর ট্রায়াল বন্ধ করে দিতে হয়।

Share it