Varun Singh
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শেষ রক্ষা হল না। চলেই গেলেন কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে একমাত্র তিনিই জীবিত ছিলেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে। বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপার। নীলগিরি পাহাড়ের উপর জঙ্গলে ভেঙে পড়ে MI 17 চপার। মৃত্যু হয় চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ মোট ১৩ জনের।

গত অগাস্টে শৌর্য চক্র পুরস্কার পেয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। বুধবার ওয়েলিংটন থেকেই সুলুর গিয়েছিলেন তিনি। জেনারেল রাওয়াতকে নিয়ে চপারে ফিরছিলেন তিনি। বরুণ সিংয়ের পৈতৃক ভিটে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কোলোনেল কেপি সিংহ।

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী।

Share it