Calcutta High Court
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: SSC গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয়। নিয়ম বহির্ভূতভাবে যে ৫৭৩ জনকে নিয়োগ করা হয়েছে, তাঁদের বরখাস্ত করার নির্দেশ দেয় উচ্চ আদালত।

একইসঙ্গে তাঁরা এতদিন যে বেতন পেয়েছেন, তাও উদ্ধার করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এই কাজ করার জন্য জেলা স্কুল পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই ঘটনার তদন্তে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করেছিল, সেই কমিটিকেও পাঁচ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এই মামলায় তদন্ত করছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি কমিটি। আদালতের এই নির্দেশের ফলে কমিটিকে আগামী ১৪ ফেব্রুয়ারি তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে।

Share it