Birbum Fire
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তৃণমূল নেতাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের রামপুরহাট। সোমবার গভীররাতে এলাকার একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত ১০ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা থেকে রওনা দিয়েছেন ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। থাকবেন দুই বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ সিং।


সোমবার সন্ধ্যায় রামপুরহাটের বকটুই গ্রামে বোমা হামলায় নিহত হন তৃণমূল নেতা ভাদু শেখ। রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি। রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। এরপর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই এলাকা। আগুন লাগার ঘটনা তারই প্রতিশোধের ষড়যন্ত্র বলে দাবি করছেন স্থানীয়রা।

দমকলের তরফে জানানো হয়েছে, বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন লেগেছে। সোমবার রাতে তিনজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে আরও সাতজনের দেহ উদ্ধার হয়েছে। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, “CCTV ফুটেজ দেখে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “শর্ট সার্কিটের জেরে টিভিতে বিস্ফোরণ হয়েছে। এতে তিন-চারটি বাড়িতে আগুন লেগেছে।” স্থানীয় সূত্রে খবর, বাদু শেখ তৃণমূলের উপপ্রধান হলেও তাঁর একাধিক ব্যবসা ছিল। এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে সে নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যবসায়িক কারণে তাঁর ওপর এই হামলা করে খুন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Share it