Share it

অভিনয় করতে করতেই জীবনকে চিরবিদায় জানালেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর। অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও এক কন্যা রয়েছেন।

টলিউডের (Tollywood) জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে অভিনয় জগতে। বাংলার জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবর পেয়ে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

অভিনেতা ভরত কল জানিয়েছেন একটি বাংলা চ্যানেলের রিয়্যালিটি শোয়ে বুধবার তাঁর সঙ্গে শুটিং করছিলেন অভিষেক। সেখানেই আচকমা তাঁর ব্লাড প্রেসার নেমে যায়। অসুস্থ বোধ করায় শুটিং বন্ধ করে কিছুটা প্রাথমিক শুশ্রুষার পর তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপরেই গভীর রাতে তাঁর মৃত্যুর খবর আসে।

পরিচালক তরুণ মজুমদারের ‘পথভোলা’ ছবি দিয়ে ১৯৮৬ সালে তাঁর আত্মপ্রকাশ হয় বাংলা ছবিতে। বাংলা ছবিতে চকোলেট বয় ইমেজ ছড়িয়ে পড়েছিল তাঁর। ২০২১-এ মুক্তি পাওয়া লাভার তাঁর শেষ ছবি। বড় পর্দার পাশাপাশি ছোটো পর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন অভিষেক। তাঁর অভিনিত ফাগুন বউ, খড়কুটো, মোহর ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় হয়েছে।

Share it