Mamata-Dhankhar
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উদ্বোধনে রাজ্যের প্রশংসা শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনখড়ের গলায়। রাজ্যপাল বলেন, “আমি আশা রাখছি, এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে।” তাঁর বক্তব্যে টেনে আনেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রসঙ্গও। তিনি বলেন, “প্রধানমন্ত্রী ২০১৪ সালে লুক ইস্ট, অ্যাক্ট ইস্ট নীতি নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি চান, সকলের সুরক্ষা, সকলের উন্নতি। সেই পথ ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নতি করছে পশ্চিমবঙ্গ। এমনকী দেশের অর্থনৈতিক ছবিও পালটে দেওয়ার ক্ষমতা আছে এই রাজ্যের।”

বুধবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)-এর উদ্বোধন হয়। সোয়া ১১টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রথমেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে বৈঠক করেন তিনি।

বাংলার শিল্প-সম্ভাবনার কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, “গোপাল কৃষ্ণ গোখলে যা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদিও তাই বলেছেন, বাংলা যা আজ ভাবে, কাল তা গোটা দেশ ভাবে।” রাজ্যপালের বক্তব্যে উঠে আসে দুর্গাপুজোর প্রসঙ্গও। তিনি বলেন, “গতবছর কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO। তাঁর আশা, এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে। প্রসঙ্গত, গত বছরই বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। UNESCO-এর হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির দুর্গোৎসব! গত কয়েক বছরে কলকাতার দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে রেড রোডে ‘দুর্গাপুজো কার্নিভাল’।

বুধবার বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মেলনে ১৯টি দেশের ২৫০ প্রতিনিধি যোগ দিয়েছেন। সম্মেলনে গৌতম আদানি ছাড়াও রয়েছেন অন্যন্য বিশিষ্ট শিল্পপতিরা। রয়েছেন শিল্পপতি সজ্জন জিন্দল, নিরঞ্জন হীরা নান্দানি, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা প্রমুখ।

Share it