Share it

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কিশোরীকে ধর্ষণ করে খুনের নৃশংস ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে, নাম না করে সোশ্যাল মিডিয়ায় BJP-কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় লেখেন, “হাথরাসে যুবতী দলিত মেয়ের সঙ্গে যে বর্বরোচিত ও লজ্জাজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমার কাছে নেই। ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।” পাশাপাশি ওই কিশোরীর পরিবারের অনুমতি ছাড়া রাতের অন্ধকারে দেহ সৎকারের জন্য যোগী প্রশাসনের তীব্রভাষায় আক্রমণ করেছেন মমতা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ‘‌আরও লজ্জাজনক’‌ বলে মন্তব্য করেছেন তিনি। টুইটারে লেখেন, “কিছু মানুষ আছে যাঁরা, ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রুতি আর স্লোগান দেয়। পরিবারের অনুমতি ছাড়াই জোর করে তরুণীর দেহ সৎকারের ঘটনা তাদের স্বরূপ প্রকাশ্যে এনেছে।”

এদিকে, হাথরাসের এই ঘটনায় ক্ষোভ, নিন্দার আগুন জ্বলছে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেন ও মানবাধিকার সংগঠনগুলি ইতিমধ্য়েই দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনার তীব্র নিন্দা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি জানিয়েছেন।

Share it