নিউজ ওয়েভ ইন্ডিয়া: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলিত হওয়ার কর্মসূচি ছিল সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র। সেইমতো দুপুরে মমতার সঙ্গে দেখা করতে আসেন বাবুল। নিজের গাড়ি চালিয়েই নবান্নে আসেন তিনি।
বৈঠক শেষ করে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তৃণমূলে যোগ দেওযার পর দিদির সঙ্গে প্রথমবার দেখা করে খুব ভাল লাগছে। তিনি আমাকে বলেছেন আমি এখানে কাজের পূর্ণ স্বাধীনতা পাব। এর পর দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্বই পালন করব।”
নবান্নে এদিন বাবুল প্রায় আধঘণ্টা কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বেরিয়ে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, সাক্ষাতের পর কোনও গান মাথায় আসছে? বাবুল বললেন, “আহা কী আনন্দ আকাশে বাতাসে।”
এর পরই সাংবাদিকরা প্রশ্ন করেন, বাবুল সুপ্রিয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান গাইবেন? বাবুল বলেন, ‘‘নিশ্চয়ই গাইব।’’ তৃণমূলের হয়ে গান গাওয়ার কথাতেও তিনি রাজি আছেন বলেই সোমবার জানিয়েছেন বাবুল।