নিউজ ওয়েভ ইন্ডিয়া : আলিপুর চিড়িয়াখানায় আগত দর্শকদের জন্য সুখবর। এবার আরও স্বচ্ছন্দ্যে ঘুরে দেখা যাবে চিড়িয়াখানার পশুপাখি। চালু করা হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। ফলে পশুপাখি দেখার ইচ্ছে থাকলেও যাঁরা চিড়িয়াখানা বিশাল চত্বর পায়ে হেঁটে ঘুরতে হবে ভেবে পিছিয়ে যান তাঁরা এবার চিন্তামুক্ত থাকতে পারেন। অনায়াসেই গাড়িতে বসে ঘুরে দেখা যাবে আলিপুর চিড়িয়াখানা। নতুন এই সুবিধে চালু করা হচ্ছে ১ মার্চ থেকে।
আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, এর আগে ১৮৯৫-৯৬ সাল নাগাদ এই চিড়িয়াখানাতেই প্যারাস্যুট ও বেলুন রাইডের অনুমোদন দেওয়া হয়েছিল দর্শকদের জন্য। তখন রবিবার ছাড়া বাকি দিনগুলিতে মিলত বিনোদনের এই সুবিধে।
তার প্রায় ১৩০ বছর পর নতুন সুবিধে নিয়ে এল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “সম্প্রতি দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ মালা রায়ের সাংসদ তহবিল থেকে ১০টি ব্যাটারি চালিত গাড়ি পেয়েছে আলিপুর চিড়িয়াখানা। ওই গাড়িগুলিতেই চিড়িয়াখানা ঘুরিয়ে দেখানো হবে দর্শকদের। গাড়িতে বসিয়ে এক ঘণ্টার ট্যুর গাইডের জন্য টিকিট মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা।”
তিনি আরও জানান, “গাড়ি চড়ে চিড়িয়াখানা দর্শনের জন্য খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টিকিচ কাটা যাবে চিড়িয়াখানার ভিতরের ওই কাউন্টার থেকে। বৃহস্পতিবার ছাড়া বাকি দিনগুলিতে মিলবে এই সুবিধে।”
তবে দর্শকদের ভিড়ের উপর নির্ভর করছে চিড়িয়াখানা চত্বরে গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ। কারণ, ভিড় ঠেলে চিড়িয়াখানা চত্বরের রাস্তা দিয়ে গাড়ি চালালে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই আশঙ্কাতেই এবারে শীতের মরশুমের অতিরিক্ত ভিড়ের সময় গাড়ির এই পরিষেবা চালু করেনি কর্তৃপক্ষ। শীতের কয়েক মাস চিড়িয়াখানায় যেভাবে দর্শকদের ঢল নামে সারা বছর সেই তুলনায় ভিড় অনেকটাই কম থাকে। আর কম ভিড়ে চিড়িয়াখানার ভিতরে অনায়াসেই গাড়ি চলাচল সম্ভব। যা অনেকটাই ঝঞ্ঝাটমুক্ত। তাই ভিড়ের উপর নির্ভর করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে গাড়ির সুবিধে কখন কেমন মিলবে।