Alapan banerjee
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এরমধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন গত দু’বছর ধরে বিভিন্ন লোককে হুমকি চিঠি পাঠাতেন। একইসঙ্গে ওই বিজয় কুমার কয়াল নামে এক টাইপিস্ট এবং ডঃ সেনের গাড়ি চালক রমেশ সাউকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারই ধৃতদের আদালতে তোলা হবে।

প্রাক্তন মুখ্যসচিবকে হুমকির কারণ জানতে মূল অভিযুক্ত অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ তিনজনকেই জেরা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত চিকিৎসক কোনও মানসিক সমস্যায় ভুগছেন। গত ২৬ অক্টোবর রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, চিকিৎসক অরিন্দম সেন যাদবপুরের KPC মেডিক্যাল কলেজে কর্মরত। তাঁর গাড়ির চালক রমেশের হাত দিয়ে বিজয়ের কাছে বয়ান পাঠাতেন। বিজয় তা টাইপ করে দিতেন রমেশের হাতে। রমেশ সেই চিঠি অরিন্দমের বলে দেওয়া ঠিকানায় পোস্ট করতেন। পুলিশের দাবি, গত দু’বছর ধরে একের পর এক এই ঘটনা ঘটিয়ে চলেছেন ডঃ অরিন্দম সেন।

হুমকি চিঠিটি আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়। স্পিডপোস্টে পাঠানো ওই চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, তাঁর স্বামী অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুন করা হবে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ।

Share it