সোমবার থেকে ফের সর্বসাধারণের জন্য খুলে গেল কলকাতা মেট্রো রেলের দরজা। ১৭৭ দিনের মাথায় ফের চাকা গড়াল কলকাতা মেট্রোর। প্রায় ছ’মাস পরে মেট্রোর আসনে বসে অনেক অফিস যাত্রীই স্বস্তির নিশ্বাস ফেললেন। তবে চিরপরিচিত সেই ছবি ছিল না এদিন। ভীড় একেবারেই নেই। যাত্রীদের মুখে মাস্ক ও ফেস কভার। মনে কিছুটা সংশয়।
দেখুন ভিডিও:
Great crowd management by Metro RPF staff….insisting on social distancing at every step. pic.twitter.com/JZEtrYjhUJ
— METRO RAIL KOLKATA (@metrorailwaykol) September 14, 2020
নিট পরীক্ষার্থীদের জন্য রবিবারই দীর্ঘ প্রায় ছয় মাস পর যাত্রা শুরু করেছিল কলকাতা মেট্রো। রবিবার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড যে ভূমিকা নিয়েছে, সোমবার থেকে সেই ভূমিকা ই-পাসের। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। এই ১২ ঘণ্টাকে ভাগ করা হয়েছে ১ ঘণ্টা করে। সেই এক ঘণ্টার স্লট বুক করতে হবে যাত্রীদের। তারজন্য স্মার্টফোন থেকে অ্যাপের মাধ্যমে ই-পাস জোগাড় করতে হচ্ছে। টোকেনের ব্যবস্থা নেই। যাত্রীদের অবশ্যই থাকতে হবে স্মার্ট কার্ড।
দেখুন ভিডিও:
Metro services start under the New Normal today….. very positive passenger feedback on social distancing and crowd management at Dumdum stn. pic.twitter.com/iKyJd9vCbv
— METRO RAIL KOLKATA (@metrorailwaykol) September 14, 2020
স্টেশনগুলিতে ঢোকার মুখে মোতায়েন থাকতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। যাত্রীর ই-পাস দেখে থার্মাল স্ক্যানিং করেছেন তাঁরা। তার পর যাত্রীরা যেতে পেরেছেন টিকিট কাউন্টারের দিকে। দেওয়ালে ঝোলানো স্যানিটাইজার মেশিন থেকে জীবাণুনাশক করে নিতে হচ্ছে হাত। এর পর যাত্রী যাচ্ছেন প্ল্যাটফর্মের দিকে। নিরাপদ দূরত্ব বজায় রেখেই অপেক্ষা এবং ট্রেনে উঠতে হচ্ছে। আসনে বসার জায়গাও চিহ্নিত করা রয়েছে। প্রতি কামরায় ৩৪ জন দাঁড়াতে পারছেন যথাযথ দূরত্ব মেনে।