IPL বেটিং চক্রের হদিশ খাস কলকাতায়। শহরের বিভিন্ন জায়গায় অবিযান চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেট ও গুরুত্বপূর্ণ নথি। উদ্ধার হয়েছে একটি গাড়িও। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে লালবাজার।
শহরের কয়েকটি হোটেল ও বাড়িতে ক্রিকেট বেটিং চক্রের আসর বসেছে, এই খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের বেশ কয়েকটি দল। পার্ক স্ট্রিট, হেয়ার স্ট্রিট, যাদবপুর, সল্টলেক সহ বেশ কয়েকটি জায়গায় রাতে অভিযান চলে। বিভিন্ন জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়ে মোট ৯ জন। তারা IPL নিয়ে বেটিং চালাচ্ছিল বলে উদ্ধার হওয়া নথিপত্র থেকে প্রমাণ পেয়েছে গোয়েন্দা কর্তারা। গ্রেপ্তার হওয়া ৯ জনের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, তিনটি টিভি, একটি গাড়ি ও দেড় লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
দেশের আর কোনও বেটিং চক্রের সঙ্গে ধৃতদের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দা কর্তারা। মুম্বই ও দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে কলকাতার এই বেটিং চক্রের যোগাসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। বেটিংয়ে অভিযুক্তরা কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করছে, এমন তথ্য এসেছে পুলিশের হাতে। তার ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে লালবাজার।