Bikaner-Guwahati derailment, West Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয় ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সরকারিভাবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। আহত অসংখ্য। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এখনও জারি রয়েছে উদ্ধারকাজ।


বৃহস্পতিবার দুর্ঘটনার সময় দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দুর্ঘটনার খোঁজ নেন। পরে এই প্রসঙ্গে একটি টুইটও করেন। প্রধানমন্ত্রী টুইটবার্তায় বলেন, ‘দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রেলমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি।’ এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ১ লাখ ও অপেক্ষাকৃত কম আহতদের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে ভারতীয় রেল।


দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন। রাজ্য সরকারের পদস্থ আধিকারিক DM, SP, IG (উত্তরবঙ্গ)-রা উদ্ধারকার্য পর্যবেক্ষণ করছে। আহতদের যতদ্রুত সম্ভব চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।’ পাশাপাশি টুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।

Share it