Share it

মানসিক অবসাদ থেকে আত্মঘাতী এক ব্যবসায়ী। মৃতের নাম অমিত ধর। ৬৯ বছর বয়সী ওই ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন। তাঁর বাড়ি  ব্যাঁটরা থানার নটোবর পাল রোডে।

আজ সকাল সোয়া ছটা নাগাদ ওই ব্যবসায়ী তার নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে মাথায় গুলি করেন। এরপরই মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। বাড়ির লোকেরা গুলির আওয়াজ শুনে ছুটে এলে দেখতে পান মেঝে রক্তে ভেসে যাচ্ছে। খবর দেওয়া হয় ব্যাঁটরা থানায়। পুলিশ ছুটে এসে দেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই ব্যবসায়ী পরিবারের লোকেরা জানিয়েছেন বছর তিনেক আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়। এরপরই তার স্বাভাবিক হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন। মাসখানেক আগে তার অবস্থার আরও অবনতি হয়। সম্প্রতি ফিজিওথেরাপিস্ট এর সাহায্য নিয়ে তিনি বাড়িতে হাঁটাচলা চেষ্টা করতেন। এই থেকেই তার মানসিক অবসাদের শিকার হন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হন ওই ব্যবসায়ী। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই পিস্তল উদ্ধার এর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী বড় কারখানার মালিক ছিলেন। এর পাশাপাশি তিনি একসময় পেশাদার শুটার ছিলেন।

Share it