রাজ্যে করোনা পরিস্থিতি বৃহস্পতিবার আশার আলো দেখাল। গত দু’দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা ৩ হাজারের নীচে নেমে গিয়েছিল। বৃহস্পতিবার ফের দৈনিক সুস্থতার সংখ্যা পেরিয়ে গেল ৩ হাজারের গণ্ডি। সেইসঙ্গে ৫০ নীচে নেমে গেল দৈনিক মৃতের সংখ্যাও।
WB COVID-19 Daily Health Bulletin: 10th Sep, 2020.
A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১০ই সেপ্টেম্বর, ২০২০।
পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/UhQnNtOjiM— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) September 10, 2020
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১১২ জনের কোভিড ধরা পড়েছে। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১ লাখ ৯৩ হাজার ১৭৫। সুস্থ হয়ে ওঠার সংখ্যা মোট ১ লাখ ৬৬ হাজার ২৭ জন। বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা মাত্র ২৩ হাজার ৩৭৭। বৃহস্পতিবার করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৩৫ জন। ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হয়েছে ৮৫.৯৫ শতাংশ।
স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৩৪৭ টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ২৩ লাখ ৩০ হাজার ২৮৩ নমুনা টেস্ট হয়েছে। বুধবারের থেকে এ দিন রাজ্যে করোনা পরীক্ষা বেশ কিছুটা বেড়েছে। এদিন রাজ্যে ৪৪ হাজার ৩৪৭ কোভিড টেস্ট হয়েছে।
বেশ কয়েক দিন পর বৃহস্পতিবার রাজ্যে মৃতের সংখ্যা ৫০-এর নীচে নেমেছে। মৃত্যু হয়েছে ৪১ জনের। এই নিয়ে করোনায় রাজ্যে প্রাণ হারালেন মোট ৩ হাজার ৭৭১ জন। রাজ্যে কোভিডে মৃত্যুর এক-তৃতীয়াংশই কলকাতায়। ১০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় সবমিলিয়ে ১,৪১১ জন কোভিডে মারা গিয়েছেন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ৮৫২ জন মারা গিয়েছেন সেখানে। হাওড়ায় কোভিডের বলি ৪৩৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৪০ জনের। হুগলিতে মারা গিয়েছেন ১৬০ জন। দার্জিলিঙে মারা গিয়েছেন ৮৫ জন।