Share it

রাজ্যে গত ২৪ ঘণ্টায় ফের সংক্রমণের সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৪২ জন। পশ্চিমবঙ্গে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭০১। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে একথা জানানো হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৩,৩৯০।

এদিকে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। শনিবার মৃত্যু হয়েছে আরও ৫৮ জনের। এরফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫১০। করোনা পরিস্থিতি সামাল দিতে বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা ওপরে জোর দিয়েছে প্রশাসন। ২৯ অগস্ট থেকে রাজ্যে কোভিড টেস্টের সংখ্যা টানা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭৮১ জনের করোনা পরীক্ষা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

তবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়লেও, গত ২৪ অগস্ট থেকে দৈনিক আক্রান্তের চেয়ে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ২৪৮ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮০১ জন রোগী। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৪.৮৬ শতাংশ।

Share it