Share it

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। বৃহস্পতিবার ভোররাতে টুইটার হ্যান্ডলটি হ্যাক করার পর, সেখান থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। সেই সব টুইটে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করার আবেদন করা হয়েছিল।

অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা স্বীকার করেছেন টুইটার কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, “এই ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। এই ঘটনা নিয়ে তদন্তও শুরু হয়েছে।” যদিও প্রধানমন্ত্রীর অফিস এই হ্যাকের ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।

২৫ লাখ ফলোয়ার রয়েছে নরেন্দ্র মোদীর এই অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলের। এই হ্যান্ডেলের সঙ্গে যুক্ত রয়েছে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট https://www.narendramodi.in/ এবং নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ্লিকেশন। তবে ভিভিআইপিদের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক-এর মতো কয়েকজন খ্যাতনামা ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এবার স্বয়ং মোদীর অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।

Share it