Share it

২৯ জুলাই ভারতের মাটি ছুঁয়েছিল। এবার বায়ুসেনার স্পর্শ পেল ‘রাফাল’। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাতের আবহেই বায়ুসেনাতে রাফালের অন্তভুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার সকালে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স থেকে উড়ে আসা পাঁচটি মাল্টিরোল ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার কাজে যোগ দিল। বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, “ফরাসি যুদ্ধবিমানগুলি হরিয়ানার আম্বালার ১৭ নম্বর স্কোয়াড্রনের ‘গোল্ডেন অ্যারোজ’-এ অন্তর্ভুক্ত হয়েছে।”
দেখুন ভিডিও:

ভারতীয় বায়ুসেনার রীতি মেনেই সর্বধর্ম আরাধনার পর আকাশে চলল বায়ুসেনার শক্তি প্রদর্শন। Su-30 ও জাগুয়ারের সঙ্গে চলল রাফালের যৌথ পারফরম্যান্স। রাফালের বায়ুসেনার অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই দিল্লি এসে পৌঁছন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে। এ দিনের অনুষ্ঠানে তিনি ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ই ছিলেন প্রধান অতিথি। ছিলেন ভারত ও ফ্রান্স সরকারের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ২০১৭ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বার ভারতে এলেন ফ্রোরেন্স পার্লে।

২০১৬ সালে ফ্রান্স সরকারের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয় ভারতের। চুক্তি অনুযায়ী ফান্স থেকে মোট ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত। আগামী নভেম্বরে দ্বিতীয় দফায় আরও পাঁচটি রাফাল পৌঁছবে ভারতে। বাকিগুলি ধাপে ধাপে দেশে পৌঁছবে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে। ভারতীয় বায়ুসেনার দু’টি রাফাল স্কোয়াড্রনের মধ্যে প্রথমটির ঠিকানা হরিয়ানার আম্বালা। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটি।

Share it