সারাদিন মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেও সাপ্তাহিক পূর্ণ লকডাউন সফল করতে বৃহস্পতিবারও সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্য পুলিশকে। যদিও কয়েকটি জেলাতে পুলিশি নজরদারি এড়িয়ে দেদার রাস্তায় বেরিয়ে পড়ার ঘটনাও চোখে পড়েছে এদিন। আইনভঙ্গের অপরাধে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জরিমানাও করা হয়েছে বেশ কয়েকজনকে। পথ চলতি গাড়ি থামিয়ে দেখা হচ্ছে প্রয়োজনীয় অনুমতিপত্র।
সকাল থেকেই বন্ধ ছিল সমস্তরকম গণ পরিবহন, সরকারি ও বেসরকারি অফিস, ব্যাঙ্ক ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে ওষুধ সরবরাহ, হাসপাতাল, পেট্রোল পাম্পের মতো কয়েকটি জরুরি পরিষেবা চালু ছিল। কলকাতা বিমানবন্দর থেকে সমস্ত যাত্রীবাহী উড়ান ওঠানাম পুরোপুরি বন্ধ ছিল এদিন। দূরপাল্লার ট্রেন চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে।
করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণ ঠেকাতে গোটা অগাস্টেই প্রতি সপ্তাহে দুদিন করে লকডাউন চালাচ্ছে রাজ্য সরকার। সেই হিসেবে বৃহস্পতিবারও পূর্ণ লকডাউন মানা হল গোটা রাজ্যে। চলতি মাসে আরও একদিন ৩১ অগাস্ট সম্পূর্ণ লকডাউন মানা হবে। লকডাউন চলবে সেপ্টেম্বরেও। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭, ১১ ও ১২ তারিখ ইতিমধ্যেই লকডাউনের দিন নির্ধারিত করেছেন। ২০ অগাস্ট পর্যন্তস্কুল কলেজ ও কোনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।