Perosevic Controversy
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: Perosevic-বিতর্ক থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। দলের CEO শিবাজি সমাদ্দার শুনানিতে গরহাজির থাকা নিয়ে হাস্যকর যুক্তি একের পর এক দিয়ে চলেছে SC East Bengal। বৃহস্পতিবার ফের একদফা বিবৃতি জারি করে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে দল।

বুধবার যে বিবৃতি জারি করা হয়েছিল লাল-হলুদ শিবিরের তরফে, তাতে বলা হয়েছিল, “তাদের কাছে আগে থেকেই জানা ছিল, শুনানিতে Perosevic-এর শাস্তি কমবে না। বরং তা আরও বেড়ে যেতে পারে।” তা নিয়ে সংবাদ মাধ্য়মগুলিতে বিস্তর সমালোচনার ঝড় ওঠে। দলের হাস্যকর যুক্তি নিয়ে নিউজ ওয়েভ ইন্ডিয়ার ফেসবুক লাইভ আলোচনায় কড়া সমালোচনা করেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার কুমারেশ ভাওয়াল ও সুজিত কুমার দত্ত।

এরপরেও তা থামার কোনও লক্ষণ দেখা গেল না। বরং দলের সেই অবস্থানকে আরও সবিস্তারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে দেখা গেল ক্লাবকে। এদিন নতুন বিবৃতি জারি করে দলের তরফে বলা হয়, “তাদের আইনজীবীর তরফে আগেই বলা হয়েছে, পেরোসেভিচের শাস্তি কমার সম্ভাবনা নেই। বরং তা বেড়ে যেতে পারে।”

লাল-হলুদের জারি করা এই নয়া বিবৃতি ফের বিতর্কে ঘৃতাহুতি হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Share it