নিউজ ওয়েভ ইন্ডিয়া: SC East Bengal-এর নতুন কোচ হচ্ছেন মারিও রিভেরা। জোস ম্যানুয়েল ডিয়াজ়ের পরিবর্তে দায়িত্ব নিতে চলেছেন এই স্প্যানিশ কোচ। তাঁর ভিসা প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে বলে সূত্রের খবর। এর আগে ইস্টবেঙ্গলের সহকারী ও হেড কোচের ভূমিকা পালন করেছেন রিভেরা।
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
We would like to announce the appointment of Mario Rivera as the head coach for the remainder of the 2021-22 Hero Indian Super League season.
For more, read: https://t.co/qumwRU0Pb6#WelcomeMario #WeAreSCEB #JoyEastBengal pic.twitter.com/8O2k2r81R2
— SC East Bengal (@sc_eastbengal) January 1, 2022
হায়দরাবাদ ম্যাচে ড্রয়ের পরেই ডিয়াজ়কে বিদায়ের দরজা দেখান ক্লাবকর্তারা। এখনও পর্যন্ত ISL-এর আটটি ম্যাচের একটিতেও জিততে পারেনি লাল-হলুদ শিবির। গতবারের থেকেও এবারে শোচনীয় অবস্থা বিকাশ জাইরুদের। এই পরিস্থিতিতে বর্তমানে সহকারী কোচ রেনেডি সিং দল পরিচালনা করছেন অন্তর্বর্তী কোচ হিসেবে। তবে তিনি প্রো লাইসেন্সের অধিকারী না হওয়ায় বিদেশি হেড কোচ নিতেই হচ্ছে মশাল বাহক শিবিরকে।
2018 সালে অলেজান্দ্রো মেনেন্দেজের সহকারী হয়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন মারিও রিভেরা। কিন্তু, কিছুদিন পরেই মেনেন্দেজের সঙ্গে বনিবনা না হওয়ায় ইস্টবেঙ্গল ছেড়ে দেন তিনি। পরে I League-এ দলের জঘন্য পারফরমেন্সের জন্য আলেজান্দ্রো মেনেন্দেজকে বিদায় জানানো হলে হেড কোচের দায়িত্ব নেন রিভেরা। এমনকি দলকে দ্বিতীয় স্থানে তুলে নিয়ে আসেন লিগ তালিকায়।