ডার্বি ম্যাচে গোল করছেন রয় কৃষ্ণ
Share it

“বিপক্ষকে আরও চাপে ফেলার চেষ্টা হবে, তা হলেই ওরা ভেঙে পড়বে।” বিরতিতে দলের ছেলেদের একথাই বলেছিলেন হেড কোচ হাবাস। স্প্যানিশ কোচের এই পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেন ATK মোহনবাগানের ফুটবলাররা। আর তাতেই হিরো ISL-এর প্রথম কলকাতা ডার্বিতে বাজিমাত। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে প্রাধান্য রেখে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে, হাবাসের দল তা যথেষ্ট প্রশংসনীয়।

দলের ফুটবলারদের প্রশংসা শোনা গেল কোচ হাবাসের মুখেও। বললেন, “এই জয়ে আমি খুবই খুশি। দারুণ খেলেছে ছেলেরা। খুব খেটেছে।” প্রথমার্ধে যে দল সেরা জায়গায় ছিল না, তা স্বীকার করে নিয়েই হাবাস ম্যাচের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, “প্রথম ৪৫ মিনিট আমরা সেরা জায়গায় ছিলাম না। তবু গোলশূন্য রাখতে পেরেছি। ম্যাচটা তো ৯০ মিনিটের। ৯০ মিনিট পরে ফল ২-০। এটাই তো আসল।” তবে প্রথম ৪৫ মিনিট রক্ষণাত্মক ফুটবল নিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলেই জানালেন, “প্রথম দিকে রক্ষণ বেশি হয়েছে তো পরের দিকে আক্রমণে উঠেছি। ফুটবল তো রক্ষণ ও আক্রমণ নিয়েই হয়। শুধু রক্ষণ বা শুধু আক্রমণ তো আর সম্ভব নয়। সব মিলিয়ে যে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিলাম। স্কোরেই সেটা প্রমাণ হয়েছে”, বলেন দু’বার হিরো ISL খেতাবজয়ী কোচ।

শনিবার থেকে অবশ্য পরের ম্যাচের (ওডিশা এফসি) ভাবনা ঢুকে পড়তে চলেছে হাবাসের সংসারে। বললেন, “ডার্বির জয়টা তো ভাল বটেই, উদ্বুদ্ধও করবে হয়তো ছেলেদের। তবে কাল থেকে আর এই ম্যাচ নিয়ে ভাবব না, পরের ম্যাচ নিয়ে ভাবতে বসতে হবে। যা হয়ে গেছে, হয়ে গেছে। পরের ম্যাচ আবার একটা নতুন ম্যাচ।”

তবে ATK মোহনবাগান তাঁদের ওপর আধিপত্য বিস্তার করে ডার্বি জিতেছে, এটা মেনে নিতে রাজি নন SC ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। তিনি বলেন, “ATK মোহনবাগানের আধিপত্য ছিল, এটা মানতে পারছি না। প্রথমার্ধে আমরা ওদের চেয়ে অনেক এগিয়ে ছিলাম। দ্বিতীয়ার্ধে ওরা যে সুযোগগুলো পেয়েছে, সেগুলো কাজে লাগিয়ে নিয়েছে, যেটা আমরা পারিনি। তাই বলে ওরা আধিপত্য করেছে, এটা ঠিক নয়।”

দুই গোলে হার নিয়ে তাঁর প্রতিক্রিয়া, “আমরা সপ্তাহ দুয়েক প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলাম। ওরা গত বারের ISL চ্যাম্পিয়ন। দলের বেশির ভাগ খেলোয়াড়ই পুরনো। তাও আমরা ওদের বিরুদ্ধে লড়াই করেছি। বিশেষ করে প্রথমার্ধে।” প্রথম ম্যাচ বলেই কি এমন হল? এই প্রশ্নের উত্তরে ফাউলার বলেন, “দু-আড়াই সপ্তাহ প্রস্তুতিতে ছেলেরা খুব একটা খারাপ তৈরি হয়নি। আমি অজুহাত খাড়া করতে চাই না। যত ম্যাচ খেলব আমরা, ছেলেরা আরও ভালো খেলবে বলেই আমার বিশ্বাস।”

শুরুর দিকে বেশি সতর্ক হয়ে খেলেছেন তাঁর দল, এই অভিযোগও প্রায় উড়িয়ে দিয়ে ‘গাফার’ বলেন, “সতর্ক হয়ে শুরু করেছি, এটা ঠিক না। সব কিছু ঠিকমতো বুঝে নিতে চাইছিলাম আমরা। তাও শুরুর দিকে অনেকগুলো গোল তৈরি করার চেষ্টা করেছি। ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে। তাই ধারের দিক থেকে কিছুটা এগিয়ে তো ছিলই। আমরা আক্রমণে ওঠার সময় বিপক্ষের গোল এরিয়ায় জায়গা তৈরি করার চেষ্টা করছিলাম। তবে ওদেরও কৃতিত্ব দিতে হবে, সেটা ওরা করতে দেয়নি আমাদের। এটাই ফুটবল। আমাদের যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, সেগুলো ঠিক করে নিতে হবে পরের ম্যাচগুলোতে”।

Share it