Manuel Diaz
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: জঘন্য পারফরমেন্স বললেও কম বলা হবে। এই মরশুমে সাত সাতটি ম্যাচ খেলা হয়ে গেলেও জয়ের মুখ দেখেনি SC East Bengal। হেড কোচ ম্যানুয়েল ডিয়াজ়ও খুব একটা আশার আলো দেখাতে পারছেন না এই দল নিয়ে। এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু করেছেন লাল-হলুদের বিনিয়োগকারী কর্তারা।

সূত্রের খবর, ইতিমধ্যেই জঘন্য় পারফরমেন্সের কৈফিয়ৎ চেয়ে পাঠানো হয়েছে স্প্যানিশ কোচিং স্টাফের কাছে। উত্তর এলেই আলোচনায় বসবে কর্মকর্তারা। সেখানেই স্থির হবে দলের ভবিষ্যৎ। ইতিমধ্যেই কোচ বদলের দাবি উঠেছে লাল-হলুদের অন্দরমহলে। প্রাক্তন ফুটবলারদের একাংশ দাবি তুলেছেন, স্প্যানিশ কোচকে বাদ দিয়ে ভারতীয় কোনও কোচকে আনা হোক ওই জায়গায়। তাতে অন্তত এর থেকে খারাপ পারফরমেন্স হবে না। তাছাড়া লাল-হলুদ জার্সির আলাদা আবেগ আছে সমর্থকদের মনে। সেই আবেগও বুঝবেন ভারতীয় কোচ।

ক্লাব কর্তারা শুধু কোচ বদল নিয়ে চিন্তাভাবনা করছেন না। চিন্তাভাবনা চলেছে ফুটবলার পরিবর্তন নিয়েও। ভারতীয় ফুটবলারদের কয়েকজনের পাশাপাশি বেশিরভাগ বিদেশি ফুটবলারদের নিয়েও সন্তুষ্ট নন কর্তারা। জানুয়ারি মাসে নতুন ট্রান্সফার উইন্ডো খুলে গেলে বিদেশি সহ বেশ কয়েকজন নতুন ফুটবলারকে দেখা যেতে পারে দলে। এরমধ্যে গতবারে খেলে যাওয়া ব্রাইট এনোবাখারে যেমন আছেন, তেমনই জামশেদপুরের স্টিফেন ইজেও রয়েছেন। তাঁদের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম পর্ব শেষ হওয়ার অপেক্ষায় ক্লাব কর্তারা। তারপরেই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে ক্লাবের ভবিষ্যতের জন্য।

Share it