Tata Group to replace Chinese Phone Manufacturing Company ‘VIVO’ as IPL’s Title sponsor
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: IPL-2022-এর নতুন টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে TATA Group-এর নাম। বহুজাতিক মোবাইল প্রস্তুতকারক সংস্থা VIVO সরে যাচ্ছেল টাইটেল স্পনসরশিপ থেকে। মঙ্গলবার সংবাদ সংস্থা ANI-কে একথা জানিয়েছেন IPL কমিটির চেয়ারম্যান ব্রিজেশ পটেল।


ব্রিজেশ পটেল জানিয়েছেন, ২ বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে BCCI-এর। তবে এই ২ বছরের জন্য TATA-এর সঙ্গে কত টাকার চুক্তি হচ্ছে, তা স্পষ্ট করে জানাননি তিনি। আপাতত ২০২৩ সাল পর্যন্ত IPL-এর স্পনসর থাকছে TATA group।

২০২০ সালে চিনা পণ্য নিয়ে বিরোধিতার জেরে টাইটেল স্পনসরশিপ থেকে সরে যায় VIVO। তার জায়গায় একটি অনলাইন গেম সংস্থা Dream11 টাইটেল স্পনসর হয়। তা নিয়ে বিস্তর বিতর্কও তৈরি হয় নানা মহলে। ২০২১-এর IPL-এ ফের প্রত্যাবর্তন ঘটে VIVO-এর। তবে এবার পাকাপাকিভাবে IPL থেকে সরে যাচ্ছে চিনা মোবাইল প্রস্তুতকারক এই সংস্থা।

Share it