Share it

করোনা আবহে বাইশ গজের লড়াই জমে উঠল মরুশহরে। মুম্বইকে হারিয়ে এবারের IPL অভিযান শুরু করল মহেন্দ্র সিং ধোনির CSK। দুর্দান্ত লড়াই করে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস ৷ আর এখানেও কাজ করল ধোনির ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্ক। বোলিংয়ে এনতিনি ও চাহার এবং ব্যাটিংয়ে রায়াডু ও ডুপ্লেসি জুটিকে দিয়ে বাজিমাত করল চেন্নাই সুপার কিংস।


টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন CSK সেনাপতি মহেন্দ্র সিংহ ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন রোহিত আর কুইন্ট ডি’‌কক। কিন্তু, ব্যক্তিগত ২৩ রানের মাথায় চাওলার বলে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান। এরপর দ্রুত ফিরে যান সূর্যকুমার যাদবও। এরপর মুম্বইয়ের হাল ধরেন সৌরভ তিওয়ারি এবং ডি’‌কক। দু’‌জনে মিলে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন। এরপরই বাউন্ডারি লাইনে দুর্দান্ত দুটি ক্যাচ ধরে সৌরভ তিওয়ারি (৪২) ও হার্দিক পাণ্ডিয়াকে (১৪) প্যাভিলিয়নে ফেরান ডুপ্লেসি। বড় রান পাননি কায়রন পোলার্ডও। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে থামে মুম্বইয়ের ইনিংস। চেন্নাইয়ের হয়ে এনগিডি তিনটি এবং চাহার ও জাদেজা দুটি করে উইকেট নেন।


১৬৩ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই শিবির। ওয়াটসনকে ৪ রানে ফেরান প্যাটিনসন। অন্যদিকে, বিজয়কে ১ রানে ফেরান বোল্ট। কিন্তু, এরপরই রায়াডু এবং দক্ষিণ আফ্রিকার ফাফ দু’‌প্লেসির সৌজন্যে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে চেন্নাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুরন্ত‌‌ ৭১ রান করে রায়াডু বুঝিয়ে দেন এখনও জাতীয় দলে খেলতে পারেন তিনি। শেষ তিন ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২৯ রান। হাতে ছিল সাত উইকেট। ৬ বলে ১৮ রান করার পর বুমরার বলে আউট হন স্য়াম কারেন। এর পর নামেন ধোনি। কিন্তু প্রথম বলেই তাঁকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার। এদিনও DRS-এর আবেদন জানান মাহি। DRS কে কেন ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলা হয়, তা ফের বোঝা গেল শনিবারের সন্ধ্যায়। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় CSK।

Share it