প্রথমবার জাতীয়স্তরে মিউজিক ডেবিউ। আর প্রথম বলেই ছক্কা। তেপান্তর বাবী ও রাজা মোতিলালের সুরে মাতোয়ারা পশুপ্রেমীরা। কলকাতায় বসে স্মার্ট স্যাঙ্কচুয়ারি সোফি মেমোরিয়ালের মতো দেশব্যাপী জনপ্রিয় পশুপ্রেমী সংস্থার থিম মিউজিক কম্পোজ করেছেন বাংলা ব্যান্ড তেপান্তরের বাবী ও রাজা মোতিলাল।
দেখুন ভিডিও:
তেপান্তর বাবী ও রাজা মোতিলাল বেশ কিছুদিন ধরেই একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন। এর আগেও তাঁদের ‘মনের সন্ধানে’ অ্যালবাম মন কেড়েছিল লোকসংগীতপ্রেমী মানুষের। এবার আরও একবার বাজিমাত করল এই জুটি। তাঁদের তৈরি থিম মিউজিক মন জয় করল সারাদেশের পশুপ্রেমীদের।
সাধারণত লোকগানের ওপরেই সুর নিয়ে খেলা করতে ভালোবাসেন তেপান্তর বাবী। সেই কমফোর্ট জোন ছেড়ে পাশ্চাত্য মিউজিকের ওপর ভিত্তি করে সুর করাটা বেশ চ্যালেঞ্জের ছিল। মানছেন বাবী। তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এই জুটি। সেদিক থেকে পশুপ্রেমী সংগঠনের থিম মিউজিক তৈরি করাটাকে বেশ উপভোগ করেছেন তাঁরা। জানালেন তেপান্তর বাবী।
দীর্ঘদিন যাবৎ অসুস্থ অসহায় ও বৃদ্ধ পথপশুদের সেবা শুশ্রুষা করছে SMART স্যাঙ্কচুয়ারি। ২০২০ করোনা আবহে লকডাউন চলাকালীন বিশেষত রূপসা মুখার্জি, কাবেরী রানা ভরদ্বাজ এবং তাঁদের সতীর্থরা যেভাবে জীব সেবার কাজে ব্রতী হয়েছিলেন, তারও প্রশংসা করেন বাবী। বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থ রাজা মোতিলালকেও। বাবী জানান, “রাজা দা না থাকলে হয়ত পুরো প্রজেক্টটা এতো সুন্দরভাবে শেষ হত না।”
অবসর সময়ে খোলা আকাশে পাখি দেখতে ভালোবাসেন বাবী। তাই গোটা থিম মিউজিক জুড়েই শোনা গেছে পাখির ডাক। বাংলা ব্যান্ডের বাইরে সংগীত পরিচালক হিসেবে তো কাজ করেইছেন। এছাড়াও গান লিখতে ভালোবাসেন বাবী। বিভিন্ন যন্ত্র সংগীতের প্রতিও তাঁর টান অপরিসীম। সুতরাং আগামীদিনে তেপান্তর বাবী ও রাজা মোতিলালের হাত ধরে সংগীতপ্রেমী মানুষ যে আরও ভালো গান উপহার পাবেনই, সেকথা নিশ্চিতভাবে বলে দেওয়াই যায়।