করুণা দেওরার সঙ্গে সৌরভ দাস ও তৃণা সাহা
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: নবসাজে সজ্জিত Karuna Deora শোরুমের উদ্বোধন হল শুক্রবার রথযাত্রার পুন্যতিথিতে। ম্যাডক্স স্কোয়ারের কাছে এই শোরুমে এখন থেকে মিলবে দেশের নাম করা ডিজাইনারদের পোশাক ও অ্যাকসেসরিজ।

ডিজাইনার পোশাকের জগতে করুণা দেওরার নাম কারোর অজানা নয়। বিখ্যাত KD ব্র্যান্ডের কর্ত্রী জানিয়েছেন, একছাদের তলায় এখানে ক্যাজুয়াল পোশাক থেকে শুরু করে ব্রাইডাল কালেকশনও পেয়ে যাবেন ক্রেতারা। যার প্রাইস রেঞ্জ শুরু ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।

KD-এর প্রজেক্ট হেড স্তুতি সিংহানিয়া জানিয়েছেন, মাত্র ৪০ দিনের প্রস্তুতিতে এই গোটা কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এজন্য তিনি তাঁর মার্চেন্ডাইজ ম্যানেজার শিখা ট্যান্ডন সহ গোটা টিমকেও ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন করুনা দেওরার স্বামী সন্দীপ দেওরাকে।

সন্দীপ দেওরা বলেন, এই স্টোরটি ২২ বছর আগে চালু হলেও বর্তমানে অন্য ডিজাইনারদের কালেকশনও এখানে রাখা হচ্ছে।

ডিজাইনার অনামিকা খান্ডেলওয়াল জানালেন, নতুনভাবে সাজানো এই স্টোরের কালেকশন সকলের পছন্দ হবে বলে তিনি আশাবাদী।

নতুনভাবে আত্মপ্রকাশ করা এই শোরুম দেখতে এসেছিলেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী তৃণা সাহা। তাঁরা দুজনেই জানালেন, অত্যন্ত রিফ্রেশিং এই কালেকশন। আমরা নিজেরাও নিজেদের জন্য কিছু নেব ঠিক করেছি। ক্রেতারাও আসুন এই স্টোরে। সকলের পছন্দমতো ডিজাইনার কালেকশন পাবেন এখানে।

অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় মডেল আকাঙ্খা মাংলানি, পরিচালক সৌম্যজিৎ আদক ও অভিনেতা রানা বসু ঠাকুর। ডিজাইনারের তালিকায় করুনা দেওরা ছাড়াও রয়েছেন হিমানি অরোরা, রাধা শর্মা, ইশিতা চৌধুরী, সাহিল আনেজা, ট্রামপেট ভাইন, আটারা, গুলাবো জয়পুর, নীতু অরোরার লুভিয়া, বোধ ইন্ডিয়া, ন্যাটি ফিট, দ্য হাউজ অফ THL, লিনেন ব্লুম, সোবারিকো, সুরুচি পারেখ, সুনীতা নেগি, বিপুল শাহের ডিজাইনার কালেকশন।

Share it