দুঃস্থ ও পিছিয়ে পড়া মানুষ এবং প্রবীনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সমাজসেবার জগতে পদার্পণ করল আরও একটি NGO ‘সবার সাথে সবার পাশে’। তবে এই স্বেচ্ছাসেবী সংস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি সম্পূর্ণভাবে নারীশক্তি দ্বারা পরিচালিত।
দমদম থানার অন্তর্গত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সদ্য সমাপ্ত নারী দিবস উপলক্ষ্যে আয়োজন করেছিল একটি অঙ্কন প্রতিযোগিতার। পাশাপাশি কিডনির দূরারোগ্য রোগে আক্রান্ত এক দুঃস্থ মহিলাকে অর্থসাহায্যও করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও প্রবীন মহিলাদের সম্মান প্রদান, পিছিয়ে পড়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার মতো কর্মসূচিও পালিত হয় ওই দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ডাঃ দেবারতি ভৌমিক। সংগঠনের প্রধান নন্দিনী ধর জানিয়েছেন, ১২ জানুয়ারি থেকে ৬০ জন স্থানীয় মহিলাকে নিয়ে শুরু হয়েছে ‘সবার সাথে সবার পাশে’ সংগঠনের কার্যকলাপ। আগামীদিনে অনাথ শিশুদের ও বৃদ্ধাশ্রমে সাহায্য সহ নানারকম সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকবেন তাঁরা।