আশুতোষ কলেজের স্নাতক স্তরের প্রথম বর্ষের মেধা তালিকায় নাম উঠেছে অভিনেত্রী সানি লিওনির। বৃহস্পতিবার আশুতোষ কলেজের এই অদ্ভুত ত্রুটির খবরে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবরটি কানে যায় বলিউড অভিনেত্রীরও। বিষয়টিকে বেশ মজাচ্ছলে নিয়েছেন বলিউড তারকা।
শুক্রবার এই নিয়ে টুইট করেছে স্বয়ং সানি লিওনি। লিখলেন, ‘পরের সেমিস্টারে কলেজে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে!’
প্রসঙ্গত, ওই তালিকায় সানি নাকি বেস্ট অফ ফোর-এ ৪০০-র মধ্যে ৪০০ পেয়েছেন। মেধাতালিকার একেবারে প্রথম নামটি তাঁর। উচ্চ মাধ্যমিকে পেয়েছেন ফুল মার্কস। শুধু সানি লিওনির নাম নয়, মেধাতালিকা নিয়ে রয়েছে আরও অভিযোগ। গোটা ঘটনা নিয়ে কর্তৃপক্ষ প্রথমে মুখে কুলুপ এঁটে থাকলেও পরে ভুল স্বীকার করা হয়। কলেজের এক কর্তার ব্যাখ্যা, ‘ভুল হয়েছে। তালিকা প্রত্যাহার করা হবে।’