Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শাহরুখ খান, তাপসী পান্নু অভিনীত ‘ডাঙ্কি’ মুক্তি পেয়েছে ২১ ডিসেম্বর। এই ছবি নিয়ে সিনেপ্রেমী দর্শকদের মনে উৎসাহের অন্ত ছিল না। ‘পাঠান’, ‘জওয়ান’-এর দুর্দান্ত সাফল্যের পর ‘ডাঙ্কি’ নিয়েও আশায় বুক বেঁধেছিলেন শাহরুখের ফ্যানরা। অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। আর তাই আলোচনায় এখন শুধুই ‘ডাঙ্কি’। কেউ বলছেন ভালো কেউ আবার খারাপ। ভালো খারাপের এই হিসেব চলছে, চলবে। ব্যবসা যাঁরা করছেন তাঁরাও করবেন। তাতে সাধারণের লাভ ক্ষতি নেই। তবে, হার্টথ্রবকে নিয়ে আগ্রহ চিরকাল একই থাকবে শাহরুখ ভক্তদের। এরই মাঝে থুড়ি ‘ডাঙ্কি’র আবহেই মুক্তি পেয়েছে ‘শাহরুখ খানের মতো’ নামে একটি মিউজ়িক ভিডিও, যা ইতিমধ্যে সাড়াও ফেলেছে বর্তমান প্রজন্মের কাছে।

এই মিউজ়িক ভিডিওটিতে গান গেয়েছেন এবং তাতে দেখা গিয়েছে অনির্বাণ দাশগুপ্ত (ঋজু) এবং প্রলয় সরকারকে। গানের কথা ও সুর প্রলয়ের। আয়োজন, প্রোগ্রামিং, মিক্সিং, মাস্টার, ব্যাকিং ভোকাল-এ আনিস আহমেদ। এর আগেও বেশ কয়েকটি মিউজ়িক ভিডিও নিয়ে হাজির হয়েছেন অনির্বাণ ও তাঁর বন্ধুরা। আর এবার প্রলয়ের সঙ্গে জুটিতে ‘শাহরুখ খানের মতো’ ভালোই সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। ইউটিউব চ্যানেল ‘Riju & Pralay’-এ দেখা যাবে এই ভিডিওটি।

কেন ‘শাহরুখ খানের মতো’ ? এই প্রশ্নের উত্তরে অনির্বাণ বলেন, “আমি এবং প্রলয় দুজনেই শাহরুখের ভক্ত। ওঁর ছবি হিট বা ফ্লপ হোক, উনি তো আসলে উনিই। ওঁর মতো অরা তৈরি করা সহজ কথা নয়। আর সেই নিয়ে কথা বলাও আমাদের সাজে না। তবে, গান তো আমরা গাইতেই পারি। তাই এই গান। গানটা প্রায় দু’বছর আগেই লেখা। ইচ্ছে ছিল কিং খানের কোনও ছবির আগে রিলিজ় করব। গানটা নিয়ে কাজ চলছিল। আর সেটা কাকতালীয়ভাবে শেষ হয় ‘ডাঙ্কি’র আগেই। তাই ‘ডাঙ্কি’র আবহেই রিলিজ় করলাম। ‘ডাঙ্কি’র জন্যই এই গান আমরা বেঁধেছি এমনটা নয়।”

Share it