নিউজ ওয়েভ ইন্ডিয়া: রিল লাইফ নয়। এবার রিয়েল লাইভে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। রণবীরের ‘বাস্তু’ আবাসনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। বিয়ের মণ্ডপে রাখা হয়েছিল প্রয়াত ঋষি কাপুরের ছবি।
অফ হোয়াইট পোশাকে দুর্দান্ত লাগছিল দুই সুপারস্টারকে। ফটোশ্যুট করার জন্য তাঁরা ‘বাস্তু’র ছাদে উঠেছিলেন তাঁরা। ফোটোসেশনের পরেই আলিয়া ইনস্টাগ্রামে বিয়ের ছবি আপলোড করেন। কয়েকটি ছবিতে রণবীরের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেও দেখা গেছে আলিয়াকে। হাসিতে ফেটে পড়তে দেখা যাচ্ছে রণবীরকেও। কখনও আবার পরস্পরের হাত ধরে আছেন রণবীর এবং আলিয়া।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির নায়ক-নায়িকা খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাক পড়েই বিয়ের মন্ত্র পাঠ করেন বলে জানা গেছে। ছবিতে তারকা-দম্পতি কে সাদার ওপর সোনালী কাজের লেহেঙ্গা ও শেরওয়ানির সাজে দেখা গেছে। রণবীরের মাথায় পাগড়ি আর খোলা চুলের আলিয়া একে অপরকে চুম্বন করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারকা দম্পতির এই ছবি।