Karthik Ariyaan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কোভিড পরবর্তী সময়ে বলিউডে এখনও পর্যন্ত বিগেস্ট হিট Bhool Bhulaiyaa 2। তারই একটি গান ‘আমি যে তোমার’ লঞ্চ করার জন্য কলকাতাকেই বেছে নিলেন ছবির নায়ক কার্তিক আরিয়ান। প্রথমে হাওড়া ব্রিজে জনারণ্যে ট্যাক্সির ওপর বসেই বিভিন্ন ভঙ্গিতে ফোটোশ্যুট। এরপর সাংবাদিক বৈঠকের জন্য পাঁচতারা হোটেল বেছে নেওয়া। সবেতেই বলিউডি পেশাদারিত্বের ছাপ।

Kartik Aaryan launches the song, Ami Je Tomar from Bhool Bhulaiyaa 2 in Kolkata
Kartik Aaryan launches the song, Ami Je Tomar from Bhool Bhulaiyaa 2 in Kolkata

১৫ বছর আগের অক্ষয় কুমার, বিদ্যা বালানদের সুপারহিট ‘ভুলভুলাইয়া’র সঙ্গে এই ছবির গল্পের কোনও মিল নেই। কিন্তু, সেই চেনা ম্যাজিক ফের পর্দায় ফিরিয়ে এনেছে এই ছবি। সঙ্গে চেনা সেই বাংলা গান ‘আমি যে তোমার’। ‘ভুলভুলাইয়া ২’-এর এই সাফল্যের জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন Kartick Aryan।

কার্তিক বলেন, “‘আমি যে তোমার’ গানটা এখনও আনুষ্ঠানিকভাবে কোথাও মুক্তি পায়নি। আমরা এই গানটা লঞ্চ করার জন্য বিশেষভাবে কলকাতাকেই বেছে নিয়েছি। এই গানের সঙ্গে কলকাতার স্পেশাল কানেকশন আছে বলে মনে করি আমি।”

আনিস বাজমী পরিচালিত ‘ভুলভুলাইয়া ২’ হরর কমেডি। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি, তাব্বু ও অন্যান্যরা। ইতিমধ্যেই ‘ভুলভুলাইয়া ২’-এর বক্স অফিস কালেকশন ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। প্রীতম চক্রবর্তীর সুরে ‘আমি যে তোমার’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

Share it