নিউজ ওয়েভ ইন্ডিয়া: ওয়েব ফিল্মের মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে ‘কাম ব্যাক’ করতে চলেছেন অভিনেত্রী মধুমিতা কুশারী (মধু)। ওয়েব ফিল্মের নাম ‘স্মৃতি’। ছবিটির প্রি প্রোডাকশনের কাজ খুবই শিগগিরই শুরু হতে চলেছে। শুটিংয়ের কাজও শুরু হবে খুব তাড়াতাড়িই। জানিয়েছেন মধুমিতা নিজেই।
ছবিটির নাম ভূমিকায় রয়েছেন মধুমিতা কুশারী। এই ছবিটির প্রযোজকও মধুমিতা নিজেই। তিনি এরআগে অনেকগুলো মেগাসিরিয়ালে ও নানা ওয়েব সিরিজ এবং ফিল্মে কাজ করেছেন। নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত মধুমিতা। জানালেন, “এই ছবিতে আমি একজন কেয়ারিং দিদি এবং অন্যদিকে একজন আদ্যপান্ত প্রেমিকা, যে নিজের অতীতের কথা সহজে ভুলতে পারে না। মূলত সম্পর্কের টানাপোড়েনেই গল্পটা এগোবে।”
ছবিটির পরিচালক আকাশ সরকার। তাঁর দাবি, “আমার ছবিগুলোয় বরাবরই একটা নিজস্বতা থাকে, এটাও তার ব্যতিক্রমী নয়।” ‘স্মৃতি’-এর চিত্রনাট্য লিখছেন অনির্বাণ চক্রবর্তী এবং অ্যাসোসিয়েট প্রোডিউসার সানি ভড়। ছবির সংগীত পরিচালনা করছেন অর্ণব পাল। এর আগে তাঁকে বেশ কয়েকটি কাজে সুর দিতে দেখা গিয়েছে।